AKG Earphone (Copy) Bangla review

মধ্যবিত্তের AKG স্যামসাং গ্যালাক্সি S8 ইয়ারফোন😑

অনেকে ১০ হাজার - ১২ হাজার টাকা দিয়ে ইয়ারফোন কিনতে পছন্দ করেন। কেনার পর শপ এবং কোয়ালিটি নিয়েও অনেকের শত শত অভিযোগও করেন 😱
আমিও আমার ইয়ারফোন নিয়ে রিভিউ লিখবো। আমার টার দাম কয় হাজার টাকা এটা শেষে বলবো!😜 
তো শুরু করা যাক।

সূচনা: দিনটি ছিলো রবিবার। ডিসেম্বর ২২,২০১৯।
দারাজের মোবাইল App এ নিয়মিত টহল দিচ্ছিলাম। হঠাত চোখে পরে গেলো AKG Samsung Galaxy S8 S8+ earphone! 
দেখে ভালো লাগলো।
বিজ্ঞাপনটির রিভিউ চেক করলাম,শপ পসিটিভিটি রেটিং চেক করলাম।এইগুলোও ভালো লাগলো। বিকাশে টাকা ছিলো। তাই আলাদা ভাবে দুটো অর্ডার করে দিলাম। অর্ডার করার পরের দিনই প্রোডাক্ট ডেলিভারি পাই দারাজ হাবে।
বর্ণনা: এবার আসল কথায় আসি! 
আন-বক্সিং: দারাজের প্যাকেট কাটার পর হাতে পেলাম সেই ইয়ারফোন। একটি স্যামসাং লোগো সম্বলিত ছোটো বক্স,বক্সের ভেতরে ব্লাক কালারের ইয়ারফোন। (পলিথিনের একটি প্যাকেটে ছিলো।) আর কিছুই দেয় নাই সাথে।😢
বিল্ড কোয়ালিটি-প্লাস্টিক,কারেন্টের তার,একটি লোহার 3.5mm জ্যাক আর ফেব্রিকের স্বমন্বয়ে তৈরি এই ইয়ারফোন। আর ১০ টা ইয়ারফোনের মতো এতেও দুটো স্পিকার আছে। আছে প্লাস্টিকের বাটন,MIC! 
তার ছোট বড় করার জন্য রাবারের তৈরি ছোট একটি বস্তুও রয়েছে!
এযেনো ইয়ারফোন নয় বরং নোকিয়া ১১১০😜। (হাত থেকে কয়েকবার পড়েও কিছু হয়নি তো,তাই আরকি😊) অনেক ঝড় ঝাপটা সহ্য করে টিকে আছে এখনো আইফেল টাওয়ারের মতো। দুমরিয়ে মুচড়িয়ে ফেলে রাখি,পকেটের কোনায় চাপে রাখি,রাতে কানে লাগিয়ে ঘুমানো হয়,বেডে অতো গড়াগড়ির পরও এখনো তার ছিড়ে না যা সত্যিই আমার কাছে আশ্চর্যের।
লুকিং: ইয়ারফোনটি দেখতে খুব নাইস।😁 এমন লুকের ইয়ারফোন কানে দেয়ারও আলাদা Swag আছে।😂
নরমাল ইয়ারফোন গুলোর থেকে দেখতে কিছুটা ভিন্ন হওয়ায় এতে Right Left স্পিকার চিহ্নিত করা আছে।ওভারঅল লুকিং এ আপনি খুশি না হলেও বিরক্ত হবেন না।
সাউন্ড কোয়ালিটি : লেফট সাইড স্পিকার টার সাউন্ড অন্যটার থেকে কিছুটা কম বাট বেজ বেশি,রাইট সাইডেরটার বেজ কম কিন্তু সাউন্ড বেশি। দুটো স্পিকার আলাদা কানে দিলে সুবিধা করা যায় না কিন্তু এক সাথে কানে থাকলে দুটোর কম্বিনেশনে খুব সুন্দর সাউন্ড, বিট এবং ফিলিংস পাওয়া যায়।😊 আমার ব্যাবহার করা ইয়ারফোন গুলোর মধ্যে এইটার সাউন্ডই আমার কাছে ভালো মনে হইছে!
এক্সট্রা ফিচার: এই ইয়ারফোনের একটা এক্সট্রা ফিচার ও রয়েছে। এর ভলিউম কমানোর বাটনে ভলিউম কমে,পজ এর বাটনে পজ হয় মাগার ভলিউম বাড়ানোর বাটনে ক্যামেরাতে চলে যায়😃
আপনাদের কাছে এটা ফল্ট ধরা পড়লেও আমার কাছে এইটা এক্সট্রা ফিচারই মনে হয়েছে। গোপনে ভিডিও ধারনের জন্য কাজে লাগবে।😇

দাম: এবার আসি আকাঙ্ক্ষিত দামের কথায়। রিভিউ পড়তে পড়তে দাম নিয়ে কনফিউজড থাকতে পারেন। গুগল করে দেখলাম অরজিনাল AKG S8 ইয়ারফোন এর দাম ৯৯ ডলার মাত্র।কিন্তু আমি এতো কম দামে কিনি নাই😀
ব্যাপারটা এখন ক্লিয়ার করে দেই।দারাজে অফারে এইটার দাম ছিল মাত্র ২২ টাকা। ১০% ক্যাশব্যাকও ছিলো মনে হয়। তারমানে দাম পড়েছিল ২০ টাকা।😊😂😇 (স্ক্রিনশট দিখবেন)
রিভিউয়ে যত গুলো পসিটিভ দিক পেয়েছেন সব গুলোই দামের উপর ভিত্তি করেই বলা হয়েছে! তাই কেউ বেশি বেশি ভাববেন না।

উপসংহার : দয়া করে কেউ হাহা 😆 দিবেন না।😢 গরীবের চয়েসকে সম্মান দিয়েন!😢
কিন্তু আমি আপানাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি লোকাল মার্কেটে নরমাল ইয়ারফোন গুলোর মধ্যে এর থেকে ভালো ইয়ারফোন হয় না! সাউন্ড কোয়ালিটি,বিল্ড কোয়ালিটি,লুকিংস সব কিছুতেই এটা কম দামে পারফেক্ট। আমি ২০ টাকায় পাইছি বলে আপনি নাও পেতে পারেন। বাট যদি একটু বেশি দিয়েও এটা কিনেন তাহলে ঠকবেন না আশা করি।
২০ টাকার জিনিসের জন্য ২০০ টাকার বকাবকানি,ভুল-ত্রুটি,ইত্যাদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!
-ধন্যবাদ!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url