IOT Bangla Review

আজকে রিভিউ নিয়ে আসলাম অদ্ভুত একটা গ্যাজেটের। সাধারণত আমাদের দেশে আমরা IoT তে বেশিভাগ মানুষ ই অভ্যস্ত না বা ব্যবহার করি না। IoT হলো ইন্টারনেট অফ থিংস। অর্থাৎ সামান্য একটা মাইক্রো প্রসেসর সম্বৃদ্ধ একটা ডিভাইস এ বিভিন্ন ওয়ারলেস ফিদেলিটি ও রিমোট সার্ভিস ব্যবহার করা যাবে। গুগল হোম যদিও একটা স্মার্ট স্পিকার, এটা বৃহত্তর IoT এর মধ্যেই অন্তর্গত। এটি একটি স্মার্ট হোম ডিভাইস।

এখন আসি স্মার্ট হোম কী? স্মার্ট হোম হলো সেই বাসা যা IoT দ্বারা নিয়ন্ত্রিত এবং আপনি আপনার ফোনে কমান্ডের মাধ্যমে বাড়ির সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। গুগল হোম মিনি একটা স্মার্ট স্পিকার যা ব্যবহার করে আপনি বাড়ির পাওয়ার সুইচ থেকে শুরু করে টিভি, ফ্যান, লাইট, ফ্রিজ, এসি, থার্মোস্ট্যাট সবই নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট এ যা কিছু করা যায় সবই করা যাবে গুগল হোম বা গুগল হোম মিনি তে।

গুগল ২০১৬ সালে গুগল হোম রিলিজ করে এবং ১৭ সালে হোম মিনি। আমি মিনি ইউজার। ইউএস থেকে আনা আমার টা। এর পরে গত বছর একই টাইপের গুগল নেস্ট মিনি বের হয়েছে বেটার ফেচার্স এর সাথে।

এখন আসি মেইন রিভিউ এ। প্রোডাক্ট অন্য কার কেমন লাগবে জানি না তবে আমার খুব ই ভালো লাগছে। এইরকম একটা স্পিকার কিছু না হলেও গান শুনতে কাজে লাগবে।

১। লুক: আর যাই বলেন ভাই গুগল হোম মিনি জিনিসটা দেখতে খুব কিউট। বিশেষ করে কমলা কালার টা বেস্ট। এর কমলা(কোরাল রেড) টপ ফেব্রিক এ ডট গুল দেখতে সেই মজা লাগে। অনেক দূর থেকেই ৪টা LED dot দ্বারা এর স্ট্যাটাস দেখা যায়। আর এইটা ঘরের যেকোনো জায়গায় রাখলেই দেখতে খারাপ লাগে না।

২।ইনপুট: বিশাল একটা ঘরের অপর প্রান্তে রেখে এই প্রান্ত থেকে কমান্ড দিলেই শুনতে পায়। ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট এর থেকে এর ইনপুট সেনসিটিভিটি অনেক বেশি। ভয়েস রিকগনিশন ও বেটার। ফোনের টার মতো মাঝে মাঝে উল্টা পাল্টা রেসপন্স ও দিবে না। একাধিক ভাষা একসাথে রিকোগনাইজ করতে পারে যেমন ধরেন ইংরেজি ও হিন্দি। এর মোট ২টা অ্যালওয়েজ অন মাইক্রোফোন আছে। রেটিং: ৯/১০

৩। সাউন্ড: গুগল হোমের মতো অতটা impressive সাউন্ড না তবে খারাপ না। মোটামুটি বড় সাইজের রুমে আরামসে গান শুনা যায়। ব্যাস ও খারাপ না। আর কমান্ডের রেসপন্স ঘরভর্তি লোকের মাঝেও ক্লিয়ারলি শুনা যায়। রেটিং: ৬/১০

৪। গুগল অ্যাসিস্ট্যান্ট: সময়ের সাথে সাথে সেরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এ পরিনত গুগল অ্যাসিস্ট্যান্ট। বিভিন্ন টেস্টে siri ও আলেক্সা কে মোস্ট অ্যাকুরেট রেসপন্স, ফানকশনালিটি, বেটার স্পিচ রিকগনিশন এর দিক দিয়ে পরাজিত করেছে। খাটে শুয়ে থেকে শুধু মাত্র ভোয়েস দিয়েই গান শুনা, কল দিয়া, আবহাওয়া, টিভি, ফ্যান সব কিছু জানতে বা চালাতে পারি। রেটিং: ১০/১০

৫। পোর্টেবলিটি: এমনিতে খুবই ছোট এবং হাতের তালুতে সহজেই নেয়া যায়। তবে উপরের ফেব্রিক এ খুব ই সেনসিটিভ টাচ ইনপুটের কারণে সেটিংস চেঞ্জ হয় এমনি এমনি যা খুবই বিরক্তির। কোনো ব্যাটারি নাই তাই অল টাইম পাওয়ার কানেকটেড রাখা লাগে এবং মাত্র এর স্পেশাল কেবল ই ব্যবহার্য। তবে বাজারে পর্টেবল গুগল হোম মিনি পওয়ার সাপ্লাইয়ার পাওয়া যায় যা অনেকটা পাওয়ার ব্যাংকের মত তবে গোল এবং মিনি কে আরো স্মার্ট দেখায়।
রেটিং: ৬/১০

ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url