Boya M1 Bangla review
বর্তমানে BOYA M1 ইউটিবারদের কাছে সবচেয়ে জনপ্রিয় ও প্রশংসা পাওয়া ক্লিপ মাইক্রোফোন। এটি একদিকে যেমন বাজেট বেস্ট, তেমনি এটির রেকর্ডিং কোয়ালিটি চমৎকার। গত ২৪ January আমি এই মাইক্রোফোন টি bdshop থেকে কিনি। প্রথমে আসি অনবক্সিং এ।
বক্স খোলার সাথে সাথে আপনারা একটি পাউচ পাবেন , যার ভিতর আপনারা সকল জিনিস পাবেন। বক্সের ভিতরে আপনারা পাবেন:-
1️⃣ ওয়ারেন্টি কার্ড
2️⃣ ইউজার ম্যানুয়াল
3️⃣ একটি পাউচ। পাউচ এর ভিতর পাবেন:-
1️⃣ Boya m1 মাইক্রোফোন।
2️⃣ ফোম উইন্ড শিল্ড
3️⃣ ক্লথিং ক্লিপ , যা আপনাকে মাইক্রোফোন টা কে জামার সাথে আটকে রাখবে।
4️⃣ একটি কনভার্টার , যেটার মাধ্যমে মাইকটিকে ক্যামেরা তে কানেক্ট করা যায়।
5️⃣ একটি LR44 সাইজের ব্যাটারি, যেটি স্মার্টফোন এ কানেক্ট করার জন্য কোনো কাজে লাগে না। কিন্তু যখন ক্যামেরা তে কানেক্ট করতে হয়, তখন এটি মাইক্রোফোন এ ইনস্টল করতে হয়
এটিতে রয়েছে noise-canceling সুবিধা। অর্থাৎ এটিতে যখন আপনি কথা বলবেন, তখন মাইক্রোফোন টি শুধুমাত্র আপনার ভয়েস ই রেকর্ড করবে এবং চুপ থাকার সময় আশপাশের নয়েজ ক্যাপচার করবে। তাছাড়া এটিতে আপনারা পাচ্ছেন ৬ মিটার(১৯.৬ ফুট) লম্বা তার, যেটির সাহায্যে আপনি সহজেই একটি ঘরের একপ্রান্তে ক্যামেরা রেখে অন্যপ্রান্তে ক্যাবল টেনে নিয়ে যেতে পারবেন। এটিতে সর্বোচ্চ 18 কিলোহার্জ সাউন্ড রেকর্ড করতে পারবেন। এই মাইক্রোফোন টি দ্বারা রেকর্ড করা ভয়েজ হালকা একটু এডিট করলেই আপনারা পেতে পারেন হাই কোয়ালিটি অডিও। প্রোডাক্ট টির দাম around 900 টাকা। কিন্তু বর্তমান এ চাইনা শিপমেন্ট লক এর কারণে দাম কিছুটা চড়া, কিন্তু আশা করা যাচ্ছে যে, ১-১.৫ মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। তাই যারা এটি কিনতে চাচ্ছেন, তারা কিছুদিন ওয়েট করুন, আমার পক্ষ থেকে আপনাকে এইটুকু সাজেশন। ধন্যবাদ , পুরো পোস্ট টি সময় নিয়ে পড়ার জন্য👍