JBL go 2 Bangla Review
JBL go 2
মূল্য:২৯০০টাকা(বর্তমান)
আমাদের চিরচেনা JBL এর কথা আমরা সবাই জানি সবাই চিনি।ফোনের মধ্যে যেমন ফ্লাগশিপ ফোন হয় তেমনি ব্লুটুথ স্পিকারের মধ্যে JBL কে ফ্লাগশিপ স্পিকার নামেই গণ্য করা হই।মডেল হচ্ছে JBL go 2 কিনেছিলাম ২ বছর আগে g&g থেকে ,তখন প্রাইস ছিল ৩৯০০/৪০০০টাকা,এখন প্রাইস কমে ২৯০০ টাকাই এসে গেছে। স্পেসিফিকেশন কি আর বলবো জাস্ট অন কানেক্ট এন্ড প্লে।এটি ipx7 ওয়াটার প্রুফ যেটি কিনা বৃষ্টির পানি,গামলার পানি,নদীর পানি সব পানিতেই টিকে থাকতে পারে।তাই বলে সারাদিন ২৪ ঘণ্টা না আবার নির্দিষ্ট একটা সময়ের জন্যে।আর এটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বললে এক কথাই জোস,ফুল চার্জ এ ৫ ঘণ্টা গান বাজাতে পারবেন।
বক্সে পাবেন স্পিকার্টি,একটি কমলা রঙের কিয়ুট কেবল আর আছে কিছু কাগজ পত্র যেগুলো আমরা সাধারণত পড়ি না নতুন জিনিসের আবেগের ঠেলাই।
স্পিকারের বডি নিয়ে কথা বলতে গেলে বডিতে ব্যবহার করা হয়েছে রাবার টাইপ কিছু একটা মেটেরিয়াল দিয়ে যেটি ভালোই হ্যান্ড গ্রিপ দেই।আর স্পিকার গ্রিল ব্যাবহার করা হয়েছে স্টিলের।সাইডে পাবেন চার্জার লাইন এবং একটা ৩.৫mm এ্যারফোন জেক আর একটি পিচ্ছি মাইক এই ২/৩টি জিনিসকে ঢেকে রেখেছে JBL এর ছোট্ট একটি দরজা।আর উপরে থাকছে পাওয়ার বাটন,ব্লুটুথ বাটন,ভলিউম আপ ডাউন,প্লে পস।
যাক এবার সাউন্ড এর রিভিউ ই দিয়ে দি আর এর আগে কানেক্ট নিয়ে কিছু বলি।কানেক্ট কিছুই না শুধু ফোনের ব্লুটুথ খুলে পেয়ার করে নিলেই কাজ খতম।
জিনিস ছোট্ট বলে সাউন্ড কিন্তু ছোট্ট না।ফুল ভলিউমে অনেক জোরালো সাউন্ড দেই এন্ড সবাইকে ইম্প্রেস করার মতই সাউন্ড বিশ্বাস করেন আর নাই করেন। ক্লিয়ার সাউন্ড পেতে বাধ্য যে কেও,ক্লিয়ার সাউন্ড JBL go 2 দিতে পারলেও তার শরীরটি ছোট্ট হাওয়ার কারণে এতো বেস দিতে পারে না।যারা বেস লাভার তারা প্রথমে শুনলে ইম্প্রেস নাও হতে পারে কারণ আমি নিজেই যেদিন g&g তে বসে টেস্ট করলাম তখন আমিও বেস নিয়ে শিহরিত।পড়ে এইটা আর পেরা লাগে নাই যাই হোক কারণ আমাদের প্রিয় গুগল প্লে স্টোরে কত হরেক রকমের মিউজিক প্লয়েরা আছে যেগুলোর ইকোলাইজার এর সাহায্যে বেস ট্রেবল কন্ট্রোল করা যাই।কিছু টুকি টাকি ইকোলাইজার নিয়ে ঠিক করে নিলে বেস আপনা আপনি বের হবে এই জিনিসটি থেকে। সাউন্ড নিয়ে আসলে কিছুই বলার নাই নিজেই ২ বছর ব্যবহার করলাম আর ব্যাটারি ব্যাকআপ সেই আগের মতই পাচ্ছি এখনও।
জিনিসটি লাইট ওয়েইট বলে যেখানে ইচ্চা সেখানে নেওয়া যাই পকেটে করেই।বাজারে এখন কত স্পিকার বের হলো বাট তাও এই JBL go 2 আমার কাছে বেস্ট একটি গ্যাজেট,যদিও বা JBL charge 3,aura studio 2, bose soundlink micro ব্যবহার করেছি তাও এটি প্রাইস এও পারফেক্ট এন্ড লাইট ওয়েট এন্ড অল অভার একটি পারফেকশন।