HTC RC 242 Bangla Review

Brand : HTC RC 242
Price: 800 TAKA
আজ আমি লিখব গরিবের রিভিউ। ইহা কোন গরুর রচনা ভেবে আবার ভুল কইরেন না 📷
প্রথমে আসি ইহার বেস নিয়ে এইটার বেস খুব টেস আইমিন এক কথায় পুরাই জুস📷।
মালটা কানে নিলে মনে হয় কোন ডিজি পার্টি তে আছি 📷। এত বেস রে ভাই কি যে কমু মালডা পুরাই জুস পিউর জিনিস একটা। আমি আর কিছু বলমু না।
এইটার সাউন্ড মনে হয় হোম থিয়েটার টার দিয়ে গান শুনছি। HTC আপনারা জানেন অনেক ভাল একটি ব্রান্ড। ইহার কেবল অনেক শক্তপোক্ত চাইলে আপনি নিজের গোলায় ফাসি ও দিতে পারবেন 📷। আমি এটা দিয়ে পাব্জি খেলে সেই মজা পাইসি ভাই রে ভাই ।
মনে হচ্চে আমার ব্যবহার করার মধ্যে জুস এইটা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url