KZ ZSE Headphone Bangla Review

নামঃKZ ZSE
মূল্যঃ৬০০-৬৫০৳
প্রথমে ডিউরেবলেটি নিয়ে কথা বলি, এতে 3.5mm সাথে L-shaped জ্যাক রয়েছে যা পকেটে রেখে গান শুনতে অনেক সাহায্য করবে। আর এর Y-shaped stand relief খুবই শক্ত, যা নিয়ে আপনি রাতে ঘুমালে সকালে উঠে দেখবেন মমি হয়ে আছেন। আর কতবার যে পিঠের নিচে এবং বাসে উঠার সময় টান লেগেছে তার হিসাব নেই। তাই এর ডিউরেবলেটি কোন ধরনের ত্রুটি দেখিনি।
‌এবার সাউন্ড নিয়ে কথা বলা যাক, এনাকে গত ৭ মাস আগে প্রথমেই কানে দিয়ে গানের ভোকাল ডিটেলস ফিল করি এবং এখনো করছি। এর বেস এবং মিডস সাউন্ডও যথেষ্ট ভালো। তবে ফুল সাউন্ড দিয়ে বেসের পরিমাণ বাড়িয়ে শুনলে ডিটেলস লস হয়। তবে ট্রাভেলটা আমার কাছে একটু বেশি মনে হয়। আর এর noise-canceling এই বাজেটে বেস্ট বলা যেতে পারে। আর এর মাইক্রোফোন দিয়ে ঢাকার রাস্তায় অনায়াসে আমি কথা বলি।
আমি পাবজি খেলি না তাই তেমন কিছু বলতে পারছিনা। তবে মিউজিকে এত ভালো সাউন্ড পারফর্মেন্স দিতে পারছে তবে গেমগুলোর সাউন্ডও দিতে পারবে।
তাই যাদের বাজেট ৫০০৳ তারা আর ১৫০৳ বাড়িয়ে নিতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url