Id 115 Plus Fitness tracker Bangla Review
নাম:Id 115 Plus Fitness tracker(গরীবের SmartBand☺☺)
৳দাম: ২৫০-৩০০ টাকা
🔥বাজারে তো বিভিন্ন ধরনের Fitness Tracker যেমন: Mi Band 4,Honor Band 5 bla...bla...bla..প্রচুর বিক্রি হচ্ছে।অনেক জনগন রয়েছে যাদের Fitness Band এর হেলথ ফিচার এর দরকার নেই কিন্তু তারা এটি নিয়ে ভাব নিতে চায়😎+বাজেটও কম।তারা এটি নিতে পারেন(দুধের স্বাদ ঘোল দিয়ে মেটানো অারকি😅)
🔥আমি ৩ মাস আগে Daraz থেকে এই বস্তুটি কিনি। কেনার পর হাতে নিয়ে বুঝতে পারলাম ইহা একধরনের ভাব নেয়ার জিনিসও বটে😉😉
🔥Build Quality: ৩০০ টাকার বস্তু হওয়ায় জিনিসটা প্লাস্টিক☺।দেখতে অনেকটা Honor Band এর মতো,এর বেল্ট প্লাস্টিক হলেও কিন্তু বেশ শক্তপোক্ত। ইহা হালকা পাতলা পানির ছিটা সহ্য করতে পারে বাট ওয়াটারপ্রুফ নহে😅😅(কিন্তু অামি অামার টা ভুলে পানিতে কিছুক্ষন চুবাইছিলাম,কিন্তু কিছুই হইনাই😱😱)
🔥এটার ডিসপ্লে মোটামুটি ভালোই এবং কালার ফুল ও ব্রাইট। যা আমার কাছে ভালোই লাগে(বাজেট অনুসারে)
🔥এই ওয়াচটা ফুল টাচ না, নিচে টাচ বার আছে। ইহাও প্লাস্টিক দিয়ে তৈরি,স্ক্যাচ পরবে ১০০% গ্যারান্টি(বি:দ্র:এর কোনো ওয়াচফেস নেই)
🔥আর এর বিভিন্ন মোড গুলো একোরেট না,১০০% ফেক।তাই এটা দিয়া কারোর হার্টরেট মাপতে যাইয়েন না😂😂
🔥এটার ব্যাটারি ব্যাকঅাপ বেশ ভালো,একবার চার্জ দিলে ৪-৫ দিন অনায়াসে চলে যাবে। যদি মোবাইলের সাথে কানেক্ট থাকে তাহলে ২-৩ দিন চলে যায়।
🔥এটা অামি M4 নামক Band এর সাথে তুলনা করেছি।M4 এর চেয়ে Id 115 Plus এর ডিসপ্লে অামার কাছে বেশি ব্রাইট মনে হয়েছে।
🔥এটা দিয়ে শুধু ফোনে কল অাসলে কলার এর নাম বা নাম্বার দেখতে পারবেন,কোন ম্যাসেজ আসলে সেটা সো করে।কল বা ম্যাসেজ অাসলে যন্ত্রটি ভাইব্রেট করে(হাত কাপাইয়া দেয় অারকি😊)
🔥যদি কেউ শুধু সময় দেখার জন্য একটি ঘরি নিতে চান কিন্তু ভাব নিতে চান Honor Band বা Mi Band 4 এর মতো ও বাজেট ও খুব কম,তাদের জন্য বেস্ট একটি গ্যাজেট।
👨ইহা অামার প্রথম রিভিউ করা গ্যাজেট,কোনো ভুল থাকলে তা ক্ষমার চোখে দেখবেন🐵
🌸ধন্যবাদ🌸