Tripod 3110 bangla Review


Tripod 3110
Price:-500-600TK
(আরে খারান,খারান ভাই!আমরা বাংগালী কি এতই বোকা আর atc এর মতো বরলোক্স যে এত দাম দিয়ে এই ট্রাইপড কিনবো?দামাদামি করে ৩২০টাকা দিয়ে এই ট্রাইপডটা কিনা হয়েছে।আপনারা দামাদামি করলে হয়তো ৩০০টাকা দিয়েও পেতে পারেন।🙄)
গরিবি স্টাইলে রিভিউ করার জন্য TO TO করে লিখছি আমি আব্দুল কাইউম।সুতরাং আজাইরা প্যাচাল ১মিনিটে শেষ করে মূল খন্ডে TO TO করে যাওয়া যাক।

প্যাকেট খুললে যা যা পাবেন তা হচ্ছে একটা ট্রাইপড যা পাতলা কালো রংগের একটা ব্যাগে থাকবে।সাথে একটা সেল্ফিস্টিকের  মাথা বা মোবাইল ক্লিপ থাকবে। যার মধ্যে আপনার মোবাইলকে লাগিয়ে টুস-টাস ছবি তুলতে পারবেন বা Tiktok এর মতো পাগলা গারদে ভিডিউ বানাতে পারবেন।

Build quality:-মাশাল্লাহ! দামে যেন আধা থেকে একটু বেশি খাটি মাল পেয়েছি।যদিও #atc এর ট্রাইপড গুলোর মতো এই ট্রাইপড তেমন শক্তপোক্ত না(গরিবি ফ্যাক্টস)।তবে দামে মাশাল্লাহ ৯/১০।

ছবিতে দেখতেই পারছেন ট্রাউপড টা কত বড়।সত্যি বলতে এটা আমার কোমড় সমান হয়।(সেটা আপনার সাইজ অনুযায়ী আপনার বুক,মাথা বা কোমড়ের সমান হবে)এর মানে এই না যে এতে মোবাইল লাগালে শুধু আমার কোমড়ই দেখা যায়।আমি একটু দুর হয়ে দাড়ালে আমার সম্পূর্ণ শরীর দেখা যায়।এছাড়াও আমার মাথার সমান করার জন্য ট্রাইপডটাকে চেয়ার বা অন্য কোনো কিছুর উপর দাড় করিয়ে রাখতে হয়।(আজাইরা!এগুলোতো সবাই জানে!😑)
আসা করি কিভাবে ট্রাউপড বড়-ছোট করতে হয় তা বুঝানোর দরকার নেই।যারা বুঝেননা ট্রাইপড ব্যবহার করতে তারা শুধু দোকানদারকে শিখিয়ে দিতে বলবেন,তারাই আপনাকে শিখিয়ে দিবে।আর হ্যাঁ এর পায়া/ডাঁট/স্ট্যান্ড গুলো একটু চিকন, তাই সাবধানে ব্যবহার করাই ভালো।
সব মিলিয়ে বলতেই হয় ট্রাইপডটা দাম অনুযায়ী ৮/১০ পাওয়ার যোগ্য।
আসা করি আপনাদের কাছে এই ভিডিওটি থুক্কু লিখনিটি ভালো লেগেছে।যদি ভালোই লাগে পোস্টে লাইক/রিয়েক্ট দিন।কমেন্টে আপনার মন্তব্য জানান।পোস্টিকে পারলে শেয়ার করে আমাকে ১ম হওয়ার সুযোগ করে দিন।🙄আর সবাইকে #atc and #রহিমেরদোকান গ্রুপে দাওয়াত দিতে থাকুন।তো আজকের জন্য এতটুকুই।আসসালামু আলাইকুম।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url