Microwear w35 review bangla
প্রডাক্ট পরিচিতি।
প্রডাক্ট : স্মার্ট ওয়াচ।
ব্রান্ড : Microwear.
মডেল : W34.
সিস্টেম ওএস : এন্ড্রয়েড।
ব্যান্ড মেটারিয়াল : TPDIV(সিলিকন)।
কেস মেটারিয়াল : অ্যালুমিনিয়াম, সিরামিক।
সিপিইউ : MTK2502.
ব্যাটারি : 380mAh.
দাম : ১৩০০-১৫০০
নন ডিটাচেবল ব্যান্ড।
স্মার্টওয়াচ কেনার ইচ্ছা আমার অনেক আগে থেকেই তবে তা ছিলো অ্যাপল এর সিরিজ ৪।
কিন্তু দুঃখের বিষয় আমি গরিব 😪
তাই অন্য কোনো ওয়াচ কেনার চেষ্টা করিনি।
কিন্তু গত মাসে ইভ্যালিতে অর্ডার করা আমার রেডমি কে৩০ ফোনের টাকা থেকে ১৫০০ টাকা বেচে যায় যার কারণে শপ থেকে আমাকে বলাহয় অন্য একটা প্রডাক্ট নিতে ১৫০০ টাকার মধ্যে।
তারা আমাকে এই ওয়াচটি সাজেস্ট করে।
আমার এই ওয়াচ সম্পর্কে কোনো ধারণা ছিলোনা আর চোখ উপরের দিকে থাকায় এই ওয়াচ নিয়ে কোনো ইন্টারেস্ট ছিলোনা।
তবে যখন ভেলিভারি পেয়ে প্যাকেটটি দেখলাম তখন একটু ভালো লাগলো🥰
কারণ প্যাকেটটি অ্যাপল এর সিরিজ ৪ এর প্যাকেটের মতই।
আর প্যাকেট খোলার পর তো আমি হতবাক!!
এতো আমার ক্রাশ অ্যাপল ওয়াচ সিরিজ ৪!!
আসলে এইটা সিরিজ ৪ এর একটা রেপ্লিকা।
চেহারা : এই একটা জিনিসই এর সবচেয়ে বেশি আকর্ষণীয়!😍
এক কথায় যেকোনো মানুষের এইটা ভালো লাগবে।
ডিউরেবিলিটি : ফ্রেম অ্যালুমিনিয়াম এবং ব্যাকসাইড সিরামিকের হওয়ায় এটি যথেষ্ট ডিউরেবল।
আর এটি ওয়াটার রেসিসট্যান্স।
স্বাভাবিক ঘাম বা পানির ছিটায় কোনো সমস্যা হয়নি।✌️
ইউজার ইন্টারফেস : এটি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে।
সাথে ১২ টি সুন্দর ওয়াচ থিম আছে।(সিরিজ ৪ এর কপি)।
এছাড়া ২ টা থিম আছে যা যথেষ্ট সুন্দর।🥰
কানেক্টিভিটি : এইটা ব্লুটুথ ৪.০😐
খুব সহজেই ফোনের সাথে কানেক্ট হয়ে যায়।
আর এর এসিস্ট্যান্ট এপ হিসেবে প্লে স্টোর থেকে FunDo
এপটি ডাউনলোড করে নিয়েছি যার কারণে অনেকগুলো এক্সট্রা ফিচার পেয়েছি।
যেমন:- এন্টি লস্ট ফিচার, প্রতিদিনের হিস্টোরি, এপের নোটিফিকেশন কাস্টোমাইজ ইত্যাদি।
কল কোয়ালিটি : কথা বলার সময় হালকা নয়েজ পাই।😐
তবে কম দাম হিসেবে মেনে নিয়েছি।
ব্যাটারি ব্যাকআপ : এই ঘড়ির সবচেয়ে বাজে অধ্যায় হলো এর ব্যাটারি ব্যাকআপ 😑😑
সকালে ফুল চার্জ দিয়ে বের হই সারাদিন চলে কিন্তু পরের দিন দেখি বন্ধ হয়ে আছে 🤐🤐
এরকম প্রতিদিন হওয়ার পরে এখন ঘুমানোর আগে চার্জে দিয়ে ঘুমাই।
আর একটা জিনিস আমার কাছে ফেক মনে হয়েছে তা হলো এর হার্টরেট মাপার বেপারটা।
আমি এই বিষয়ে অভিজ্ঞ না তবে হাতে না থাকলেও হার্টরেট মাপতে পারে🙄
মনেহয় জিনের হার্টরেট মাপে।🤔
তবে ঘড়িটি আমার সবচেয়ে দরকারি হয় যখন আমি সাইকেল চালাই। কারণ সাইকেল চালানো অবস্থায় পকেট থেকে ফোন বের করে কথা বলে আবার পকেটে রাখা অনের রিস্কি। তাছাড়া আমার কে৩০ ফোনটা এক হাতে চালানো যায় না 😐
তাই আমার জন্য ঘড়িটি পারফেক্ট হয়েছে।
এখন আসি আমি কি এই ঘড়িটি কেনার জন্য কাউকে সাজেস্ট করবো কিনা।
আপনি যদি একেবারে কম দামে একটা স্টাইলিশ স্মার্ট ওয়াচ চান তাহলে নিতে পারেন।
আর যদি আপনার ব্যাটারি ব্যাকআপ মেইন প্রায়োরিটি হয় তাহলে এটা নেওয়ার দরকার নেই।
(গুগল থেকে ২ টা ছবি দিলাম তাতে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এইটা সিরিজ ৪ এর কার্বন কপি)