Pexton G20 review Bangla
প্রোডাক্টের দামঃ ৭৫০৳
⚫ প্রথমেই আসি বক্সে কি কি থাকছেঃ
* একজোড়া বড় ও একজোড়া ছোট রাবার ইয়ারটিপস
* একজোড়া ফোম ইয়ারটিপস
* একজোড়া ইয়ার সাপোর্ট, ক্যাবল অর্গানাইজার, শার্ট ক্লিপ
* পিসি কানেক্টিং ক্যাবল ও এক্সটেনশন ক্যাবল।
এই প্লেক্সটোন জি২০ ব্যাবহার করেছি প্রায় ৮ মাস।
এক কথায় অসাধারন একটা গেমিং ইয়ারফোন এই বাজেটে। ডিজাইন থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি সবই দুর্দান্ত।
⚫ সো এখন আসি ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে।
ডিজাইন টা আগেই মনে টানে এর নিয়ন গ্রিন কালার টার জন্য। গেমিং গেমিং একটা ভাব আছে এর আউটলুকে।
আর বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে বাডস ২টার বিল্ড কোয়ালিটি ছিল ভালো। ওজনে একটু বেশি ই লেগেছে মেটাল হওয়ায় আর ম্যাগনেট ও আছে বাডস এ আর ক্যাবল টাও ছিল যথেষ্ট শক্তপোক্ত। বাট বিল্ড কোয়ালিটি কিছুটা হলেও খারাপ মনে হয়েছে শুধু এর আই (i) শেপ এর জ্যাকের কারণে। যদিও এটার সল্যুশন হিসেবে নিউ ভার্সনে এল (L) শেপের জ্যাক দিয়েছে। তাছাড়া ওভারঅল এজ এ গেমিং ইয়ারফোন, ভালোর কাতারেই রাখা যায় এই দামে। [৮/১০]
⚫ তারপর আসে একটা ইয়ারফোনের মেইন জিনিস। যা হলো এর সাউন্ড কোয়ালিটি।
সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট সন্তোষজনক। গেমিং ইয়ারফোন হওয়ায় বেজ একটু বেশি ই হবে যেটা স্বাভাবিক বাট সেটা মাত্রাতিরিক্ত না। বেজ টা একটু বুস্টেড বাকি সবই ব্যালান্সড। ভোকাল, ইন্সট্রুমেন্টস সবই ক্লিয়ার।ওভারঅল সাউন্ড কোয়ালিটি এই বাজেটে আমার কাছে ওয়ান অফ দা বেস্ট লেগেছে।
আর হ্যাঁ, গেমিং কথা টা যখন আছে তখন পাব্জি নাম টা আগে আগেই আসবে। পাব্জি খেলেছি প্রচ্চুর এটা দিয়ে এনিমির ফুটস্টেপ এর আওয়াজ টা কেন জানি খুব স্পষ্টভাবে বুঝা যায় মনে হয়েছে। তাছাড়া এইটা কানে থাকলে বাইরের সাউন্ড শোনা যায় না বললেই চলে। [৯/১০]
তো এই ছিল মোটামুটি সবই ভালো দিক এই ইয়ারফোনের। এবার আসি খারাপ দিক গুলো তেঃ
🔴এইটা ব্যাবহার করে সবচেয়ে বড় যে অসুবিধা পাইসি তা ছিল এইটার ইয়ারপিস এর সাইজ নিয়ে। এটার সাইজ টা লম্বায় তুলনামূলক বেশি হওয়ায় এটা কানের মধ্যে অনেকটা যাওয়ার পরেও বাইরে বেশ কিছু অংশ বেড়ে থাকে যার ফলে এটা কানে লাগিয়ে গেম খেলা বা গান শোনার সময় সোজা হয়েই শুয়ে থাকা লাগে। কোনো একপাশ হয়ে শুইলে কানে বেশ ভালো চাপ পড়ে।
আরেকটা হলো এটার আই শেপের জ্যাক, যেটা বড়-সড় সমস্যা না হলেও কেয়ারফুলি ইউজ করা লাগবে।
সো, যারা ৭০০-৮০০ টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি ভালো গেমিং ইয়ারফোন খুঁজছেন তারা এটা অবশ্যই নিতে পারেন!