Oraimo Soundpro OBS-52D review bangla

Product :Oraimo Soundpro OBS-52D

ভাইয়া তোমার স্পিকারটা কই থেকে নিছো?
-আরে ভাইরে ভাই কে তুমি??🥴
ভাইয়া এটা Oraimo Soundpro...
Oraimo চিনো?? Oraimo??
1. Price:1200-1500 (দোকান ভেদে ভিন্ন ভিন্ন) 
দাম হিসেবে পারফেক্ট একটা ব্লুটুথ স্পিকার।একটা রুম কাপ্পানো কোনো বিষয়ই না এর কাছে।এই প্রাইজে আরো অনেক ব্রান্ডের স্পিকার রয়েছে,তার মধ্যে এটাকেই আমার সেরা মনে হয়েছে।(৫/৫)

2. Music Playing Time: 2000 mah battary.. সিংগেল চার্জে ৫ ঘন্টা বা তার থেকে কিছু বেশি সময় ব্যাটারি ব্যাকাপ পেয়েছি। যা এভারেজ লেগেছে আমার কাছে।(৫/৪)

3. Audio Output : 5W×2..  ডিপ বেজ সাউন্ড পাবেন।যেটা মুটামুটি সবার কাছেই ভালো লাগবে।(৫/৪)

4. Waterproof Rating :ipx 4...Oraimo দাবি করছে তাদের স্পিকারটা ছোটো খাটো পানির ঝাপটা সহ্য করতে পারবে কিন্তু আমার কাছে তেমন মনে হয়নি।আর নিজে পরিক্ষা করেও দেখিনি।ভয় লাগে, অনেক ভয় লাগে।(৫/৩)

5. Size: 213*80*80.6 mm...রাউন্ডেড শেফ হওয়ায় যে কারো ভালো লাগবে। ওজন তুলনামূলক ভাবে হালকা।(৫/৪)
6.Another Things : 2000 mah ব্যাটারিটি usb ক্যাবল দিয়ে চার্জ করতে হয়।সম্পুর্ন চার্জ হতে ২ ঘন্টার মতো সময় লাগে।রেডিও শুনতে পারবেন।এক্সট্রা মেমোরি লাগিয়ে আরামছে গান শুনতে পারবেন।

সবশেষে, যারা মুটামুটি প্রাইজের মধ্যে ব্লুটুথ স্পিকার নিতে চান তাদের জন্য এইটা হবে বেস্ট চয়েজ।
ভাল্লাগে দয়া করে রিয়েক্ট টা দিয়ে যায়েন🙄🙄
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url