Usams EP33 review Bangla
৷৷৷৷৷ Usams EP33 ৷৷৷৷৷
খুবই ছোট রিভিউ হতে যাচ্ছে এইটি।
এই ইয়ারফোন টা মূলত গেমারদের জন্য খুবই ভালো আমি মনেকরি, কারন এই ইয়ারফোনে আছে একটি টাইপ সি চারজিং পোর্ট।
এইটার বিল্ডকোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর হ্যা এইটি মেটাল এবং ম্যাগ্নেটিক।
এই ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি আমারকাছে ভালো মনেহয়েছে। Bass খুব ডিপ এবং সাউন্ড মোটামুটি লাউড এবং ক্লিয়ার।
এইটির মূল selling point এইটির চারজিং পোর্ট। গেমারদের জন্য এইটি একটি ভালো পছন্দ হতেপারে। তবে মাথায় রাখতে হবে এইটি মোবাইলের অরিজিনাল চারজার এর মত দ্রুত চারজ করবেনা এবং এইটি দিয়ে সবসময় চারজ করাও ঠিক হবেনা।
রিভিউ যেহেতু রেটিং তো দিতেই হয়, তবে এইটি আমার সম্পুর্ন নিজের মতামত।
কোয়ালিটিঃ ৮/১০
পারফর্মেন্সঃ ৯/১০
সর্বশেষ এ মূল্যঃ