RealMe X Bangla Review

আজ আমার শরীরে মোটামুটি ভাব নিয়ে আসা একটা ডিভাইসের রিভিউ দিব।যা কিনা মধ্যবিত্তের পোলারে বড়লোক্স বড়লোক্স ফিল দিয়েছে।
হ্যা ডিভাইসটির নাম Realme X

🔰ডিসপ্লে:ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে 6.53" এর Samsung Amoled প্যানেল।🥰যা কিনা বলতে গেলে এই প্রাইসে চিনির দামে শরবত।ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 5.ডিসপ্লে কালার আর ব্রাইটনেস বলতে গেলে পুরাই টপ ক্লাস।সান লাইট এ ইজিলি ইউজ করতে পারি।মেইন কথাতো এই যে রাসেল ভাই ডিভাইসে কোন নচ নাই।😍ভিডিও দেখার সময় শরীরে মোটামুটি একটা ভাব আইসা যায়।

🔰বিল্ড কোয়ালিটি:ডিভাইসটি সম্পূর্ণ একটি প্লাস্টিক বিল্ড ডিভাইস।😥তাই সহজে স্ক্র্যাচ পড়ে যায়।তাই বক্সে দেয়া কাভারটি ব্যবহার করি।কিন্তু ডিভাইসটি এমনিতে বড় আর কভার লাগালে আরো বড় হয়ে যায়।যা কিছুটা প্যারাদায়ক।😥ডিভাইসের ব্যাকপার্টটা দু'দিকে কার্ভড করা।তাই বড় ডিভাইস হওয়ার সত্ত্বেও হাতে নিলে হ্যান্ডি ফিল হয়।ডিভাইসের weight 200g এর কাছাকাছি। বাট ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো।মোটামুটি হাতে নিলে প্রিমিয়ামনেস ফিল হয়।

🔰ব্যাটারি ব্যাকআপ:ডিভাইসে আছে 3765 MaH এর ব্যাটারি।আমার বন্ধুরা প্রথমে শুনে হাসল বাট ব্যাটারি ব্যাকআপ দেখে আমিতো অবাক।😮এত ভালো ব্যাকআপ কিনার আগে আশা করি নাই।ব্যাটারি অপটিমাইজেশন বলতে গেলে পুরাই "#ঢেলে_দেই" অবস্থা।😍চার্জিং স্পিড এর কথা আর কি বলব ভাই❗VOOC3.0 দিয়ে ১ ঘন্টা ১৫ মিনিটে ফুল চার্জ হয়ে যায়।
রেটিং:৮.৫/১০

🔰প্রসেসর: Qualcomm Snapdragon 710 তো এই প্রাইসরেঞ্জে তখনকার বেস্ট চিপসেট।PUBG high settings সাপোর্ট করে বাট বলব Smooth এ খেলার জন্য।পুরাই জোস পার্ফরম্যান্স পাবেন ভাই।টাচ রেসপন্সও টপ লেভেলের।সবচেয়ে মজার বিষয় হলো দুই ঘন্টার মতো পাবজি খেলার পরও ডিভাইস তেমন গরম হয় না।

🔰ক্যামেরা:ডিভাইসটি মেইনলি কিনেছি ক্যামেরার জন্য।ব্যাক এ আছে ডুয়েল ক্যামেরা সেটআপ (48 mp + 5 mp)।ছবিগুলো হালকা স্যাচুরেটেড।যা আমার খুবই ভালো লাগে🥰।ছবির ডিটেইলস খুব ভালো।সেলফি তোলার পর মুখের ব্রণগুলো কাউন্ট করা যায়🙄।আর ফন্ট সাইডে আছে 16 mp এর Pop-up ক্যামেরা🥰।যার জন্য বেসিক্যালি এই মোবাইলটার দিকে গেছিলাম।সেলফিগুলো তো পুরাই জোস।দুই সাইডের portrait mood ও গুড কোয়ালিটির।

🔰সিকিউরিটি: ফিঙ্গার প্রিন্ট আর ফেইস আনলক দুটোই আছে এবং দুটোই তুখর ফাস্ট।এই প্রাইসরেঞ্জ one of the best in display fingerprint সেন্সর এটি।আর পপ আপ হওয়ার সত্ত্বেও ফেস আনলক অনেক ফাস্ট।এতটাই ফাস্ট যে এনিমেশনও দেখা যায় না।বাট ফেস আনলক ইউজ করি না।কারণ pop up camera একটি মুভিং পার্ট।

🔰কালার ওস:সবার একটাই কথা কালার ওস ভালো না।কিন্তু আমি সেই রকম কিছু ফিল করি না।কারণ আজ থেকে ৭ বছর আগে ১ম স্মার্টফোন হাতে পাই এবং তখন থেকে OPPO ইউজ করি এবং এই ১ম OPPO এর বাইরে ছোট ভাই REALME তে শিফট হলাম।তাই কালার ওএস নিয়ে কোন সমস্যা হয় না।যদিও Ram management একটু প্যারা দেয়।REALME OS এর জন্য ওয়েট করছি।😍

খারাপ দিক:
🔴কিন্তু দুঃখের বিষয় হলো এই ডিভাইসের জন্য পারফেক্ট গ্লাস এখনো পুরো বাংলাদেশ খুঁজে পাইলাম না।😥
🔴কিছু থার্ড পার্টি এপস এ ডার্ক মুডে প্রবলেম হয়।যেমন-ফেবু লাইট।ব্যাকগ্রাউন্ডও কালো লেখাগুলোও কালো।তাই ইউজই করা যায় না।😥
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url