Mi Band 4 Bangla Review

#atcrahimerdokanreviewcontest1
বাজেট কিং ফিটনেস ব্যান্ড!! 

বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকা গ্যাজেট আইটেম গুলোর মধ্যে ফিটনেস ব্যান্ড/ স্মার্ট ব্যান্ড অন্যতম। তেমন ই জনপ্রিয় একটা ফিটনেস ব্যান্ড Mi Band 4। তো নিয়ে আসলাম ছোট একটা রিভিউ। 
Brand : Mi 
Price : 2400 ( এখন হয়তো কম)
Version : chinese ( without NFC)

★ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি: পূর্বের মডেল গুলো থেকে এবারের ডিজাইন বেশ আলাদা ছিলো। একটু বেশিই ইউনিক। বেশ লাইট ওয়েট সেই সাথে সবার হাতে মানাবার মত ( ওজন২২.১ গ্রাম)। এক কথায় সব মিলিয়ে জোস। হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল চলে আসে। এই বাজেটের সেরা পন্য

★ডিসপ্লে এবং টাচ : আগের মডেল গুলোতে সাদা কালো ডিসপ্লে ছিলো। এবারে ডিসপ্লেতে বড় একটা পরিবর্তন এসেছে। সাদা কালো ডিসপ্লে বাদ দিয়ে  কালারফুল অ্যামোলেড। ডিসপ্লে সাইজ ০.৯৫" মোটামুটি বড়ই সাথে ব্রাইটনেস ও আগের মডেল গুলো থেকে বেশি। সব পরিস্থিতিতেই চলার মত।  টাচ রেসপন্স যথেষ্ট ফাস্ট। ফুল স্ক্রিনটাচ। সাথে ছোট একটা হোম বাটনও আছে।

★ইউজার ইন্টারফেস : খুব সহজ UI হবার জন্য যে কেউ অপারেট করতে পারবে। অসংখ্য জোস জোস ওয়াচ ফেস পাবেন যে গুলো অ্যামোলেড ডিসপ্লেতে একটু বেশি সুন্দর লাগে। ( থিমের স্ক্রিনশট দেয়া আছে)।

★ফিচার : Band 4 ফিচারের ভরপুর 
* হার্টরেট সেন্সর বেশ একুরেট
 *স্টেপ কাউন্টিং বেশ একুরেট 
* মিউজিক কন্ট্রোল (খুবই কার্যকরী ফিচার😍)
* ইনকামিং কল
* ওয়েদার 
* নোটিফিকেশন ( সব রকম নোটিফিকেশন দেখায়)
*ফাইন্ড ডিভাইস (ফোনের সাথে কানেক্টে থাকলে এই অপশনে গিয়ে ফাইন্ড ডিভাইস দিলে সাইরেন বাজায়)
*অ্যালার্ম ( কাজে দেয় খুব)
*ব্লুটুথ ৫

★ব্যাটারি : অনেক বেশি ফিচার এবং কালারফুল ডিসপ্লের জন্য অন্য মডেল গুলোর থেকে কিছুটা চার্জ থাকে। আমার সব সময় ফোনের সাথে কানেক্ট থাকে মোটামুটি ২০-২৫ দিন যায়। LIPo 135 mAh ব্যাটারি। ( স্ক্রিনশট দেয়া আছে)

★ডিউরাবিলিটি : আমি সব সময় পরে থাকি কেবল চার্জ দেবার সময় ছাড়া খুব একটা খুলে রাখা হয় না। মোটামুটি সব রকমের অত্যাচার সহ্য করে। দিনে কম করে হলে ৬/৭ বার পানির সাথে দেখা হয়। 

সবশেষে - এই দামে অন্য অন্য ব্যান্ডের থেকে সবমিলিয়ে Mi Band 4 নিসন্দেহে সেরা এতে। ওভারঅল রেটিং - ৮.৯৯
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url