panasonic mdh2 review bangla
আসসালামুয়ালাইকুম ডিয়ার ATC বাসি, হাজির হয়ে গেলাম গ্রুপের রিভিউ কন্টেস্টের রিভিউ নিয়ে। আজকে যেই ডিভাইসটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে প্রোফেশনাল একটি ভিডিও ক্যামেরা নিয়ে।
মডেলঃ panasonic mdh2 যারা অল্প বাজেটে ভাল মানের রেগুলার ইউজের জন্য প্রফেসনাল ভিডিও ক্যামেরা খুজে থাকেন তাদের জন্য এটি একটি বেস্ট চয়েজ হতে পারে। প্রথমেই শুরু করা যাক এর আনবক্সিং দিয়ে। প্যাকটি আনবক্স করলেই পাওয়া যাবে একটি ক্যামেরা, তারপর একটি স্ট্র্যাপ, একটি পাওয়ার ক্যাবল, একটি চার্জার, একটি ব্যাটারি আর চারটি ভাষায় লেখা চারটি মেনুয়াল বুক।
এখন আসা যাক এর বিল্ড কোয়ালিটির দিকে। বরাবরের মতোই এতে ব্যাবহার করা হয়েছে প্লাস্টিক বডি, যা ছিল মজবুত, কিন্তু ভেতরে অনেকটাই ফাপা। এর সামনেই রয়েছে 24 মেগাপিক্সেল এর একটি লেন্স যা 24 এমএম ওয়াইড এবং 25 এক্স জুম। এর লেন্সের সাথেই রয়েছে হ্যান্ড গ্রিপ, যা দ্বারাই একটি ভিডিওকে কন্ট্রোল করা হয়। উপরে হ্যান্ডেল ব্যাবহার করা হয়েছে আরও একটি কন্ট্রোল বাটন। বডিটির ডান পাশেই রয়েছে hdmi port, dual memory slot, usb port, headphone jack. আর বা দিকে রয়েছে ক্যামেরার অটো এবং মেনুয়াল মোডের বিভিন্ন বাটন। এগুলা ব্যাবহারও ইজি। বরাবরের মতোই থাকছে একটি ইলেকট্রনিক ভিও ফাইন্ডার এবং একটি টাচ রেস্পন্স যুক্ত ডিসপ্লে।
এবার আসা যাক এর ব্যাবহারে। যেহেতু এটি একটি প্রোফেশনাল ভিডিও ক্যামেরা তাই অটো মোডে চালানো সহজ। তবে জমকাল আলোতে ভিডিও করার জন্য অবশ্যই মেনুয়াল মোড এ ছবি তুললে ভালো ফল পাওয়া যাবে। এখন এই ক্যামেরার বিশেষ একটি দিক হল মেনুয়াল মোড অটোফোকাস, আরেকটি হল মেনুয়াল মোড মেনুয়াল ফোকাস। মেনুয়াল মোড অটো ফোকাস এর কাজ হল মেনুয়াল মোড এ ফোকাস অটো কাজ করবে আর মেনুয়াল ফোকাস এ সব নিজেকে ফোকাস করে নিতে হবে। এটি এর বিশেষত্ব।
এর লেন্সের উপরেই রয়েছে 3টি ক্লিপ রিং, যাতে একটি /দুটি LED লাইট এবং মাইক্রোফোন ব্যাবহার করা যাবে। তাছাড়াও এর ভেতরও ইন্টারনাল মাইক আছে। তবে সমস্যা হল যে এতে প্যানাসনিক এর মাইক্রোফোন ছাড়া আর কোনো মাইক সাপোর্ট করেনা।
এর দ্বারা 1080 পিক্সেলে 60 এফপিএস ভিডিও রেকর্ড করা যায়। 24 mm ওয়াইড এবং 25x জুম রয়েছে। তবে এত বেশি জুম প্রয়োজন হয়না। ভিডিও এর সাথে এতে 3.5mm headphone jack থাকায় কোলাহল পুর্ন জায়গায় হেডফোন ব্যবহার করতে পারবেন।
এর ভিডিও কোয়ালিটি খুবই ভাল। তবে যারা ভিডিওতে একটু বেশি ব্লার চান তাদেরকে একটু দুর থেকে জুম করে ভিডিও করতে হবে। যেহেতু স্টেবিলাইজেশন আছে তাই জুমের সময় হাত কাপলে তেমন কোন প্রভাব পরবে না। আর জুম না করে কাজ করতে চাইলে অবশ্যই মেনুয়াল মোড মেনুয়াল ফোকাস এ কাজ করতে হবে। এটা কিছুটা কঠিন হবে কন্ট্রোল করতে।
এতে ডুয়াল মেমোরি ব্যবহার করা হয়েছে যেন স্টোরেজ নিয়ে আপনাকে প্রব্লেম এ না পরতে হয়। আর দুটি মেমোরিই 64 জিবি পর্যন্ত লোড নিতে পারবে।
অনেক কথাই বললাম। এবার আসা যাক এর ব্যাটারি নিয়ে আলোচনা করি। বক্সে থাকা চার্জার দিয়ে 2600mAh এর ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টার মত সময় নেয়। আর এটি দিয়ে ক্যামেরা আরামছে 4 ঘন্টার মত চালানো যা। তবে যারা প্রফেসনাল কাজের জন্য নিবেন তাদেরকে এক্সট্রা ব্যাটারি সাথে রাখার পরামর্শ রইল।
অনেক বকবক করলাম। এখন অনেকেই দাম জানার জন্য শেষ পর্যন্ত এসেছেন। এর দাম বর্তমান এ কিছুটা ঊর্ধ্বমুখী বর্তমান বাজার মুল্য শুধু ক্যামেরার ফুল বক্স 69 হাজার থেকে 72 হাজারের মধ্যে।
প্লিজ রিভিউটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।